advertisement
advertisement

সব খবর

advertisement
DBBL
advertisement
advertisement

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
২৫ নভেম্বর ২০২১ ০৭:৪৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ০৮:২৩ পিএম
মো. আসাদুর রহমান কিরন। ছবি : সংগৃহীত
advertisement

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হচ্ছেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. তাজুল ইসলাম মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনজন প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী, প্যানেল মেয়র তালিকার ১ নম্বর ব্যক্তি হিসেবে আসাদুর রহমান কিরন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র  শ্রদ্ধা জ্ঞাপন করছি। এমন গুরু দায়িত্বে আমাকে মনোনীত করায় মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘গাজীপুরের গর্ব বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন  আহমেদ, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের সব প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাই।’

আসাদুর রহমান কিরন গাজীপুর সিটিতে দ্বিতয়িবারের মতো ভারপ্রাপ্ত মেয়র হলেন। এর আগে ২০১৩-১৮ মেয়াদে ২৮ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন।

নবগঠিত এই সিটির দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত মেয়র বরখাস্ত হবার ঘটনা ঘটলো। এজন্য পরীক্ষিত হিসেবে আসাদুর রহমান কিরনকেই বেছে নিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। শহিদ আহসান উল্লাহ মাস্টারের হাতে করা টঙ্গী থানা আওয়ামী লীগ কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. তাজুল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ বর্তমান মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিস্কারের কথা জানান। একই সঙ্গে ৩ জনের প্যানেল মেয়র তালিকা জানানো হয়। প্যানেল মেয়র হিসেবে অন্যরা হচ্ছেন ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট আয়েশা আক্তার।

advertisement
advertisement