তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫২৫ জন এবং স্বতন্ত্র ৪৪৬ প্রার্থী জয় পেয়েছেন। গত রবিবার ১ হাজার ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়ে ৭৪ শতাংশ। গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের একীভূত ফল থেকে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে তিন ধাপে ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকা ১ হাজার ২৭৮টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৮৬১টিতে জয় পেয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৩১৮ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ভোট পড়েছে ৭৪ দশমিক ২১ শতাংশ।
তৃতীয় ধাপে ১ হাজার ৮টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও স্থগিত হয় সাতটির নির্বাচন। ৯টি ইউপির বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফল প্রকাশ হয়নি। ফলে ওইদিন নির্বাচন সম্পন্ন হয় ৯৯২টি ইউপিতে। ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত মাঠপর্যায় থেকে পাঠানো ফলের সমন্বিত প্রতিবেদন অনুযায়ী, নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টি ইউপিতে (এর মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯৯ জন), স্বতন্ত্র ৪৪৬টিতে (বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন) ও জাতীয় পার্টি ১৭টিতে জয় পেয়েছে। এ ছাড়া একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও জাসদ। দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পান ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান। এ ধাপে জাতীয় পার্টি ১০টিতে, ইসলামী আন্দোলন চারটি এবং জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মসলিশ ও জাসদ একটি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।