বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়। বিজেএ, নারায়ণগঞ্জ অফিসে মঙ্গলবার বেলা দুইটায় ১৮ জন কার্যকরী সদস্য থেকে নির্বাচনের মাধ্যমে শেখ সৈয়দ আলীকে চেয়ারম্যান, আরজু রহমান ভূ্ইঁয়াকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এফএম সাইফুজ্জামানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন লিয়াকত হোসেন, জিয়াউদ্দিন আহমেদ, নূরুল ইসলাম বাবুল, শেখ দাউদ হায়দার, মো. সিরাজুল ইসলাম মোল্লা, এসএম সাইফুল ইসলাম পিয়াস, শেখ কওসার আলী, শেখ শহিদুল ইসলাম, আবদুস সোবাহান শরীফ, তোফাজ্জল হোসেন, নূরুল হোসেন, শহীদ হোসেন দুলাল, খন্দকার আলমগীর কবির, কুতুব উদ্দিন ও এসএম হাফিজুর রহমান।