গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নামাপাড়া গ্রামে গত রবিবার বিকালে বিদ্যুৎস্পর্শে বিদ্যুৎমিস্ত্রি ও স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার ভরভরা নামাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইলেকট্রিশিয়ান রাজিব ও একই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে উছমান ওরফে রামিম (১২)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বিদ্যুতের সংযোগ লাইনে কাজ করার সময় বিদ্য্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ান রাজিব ও তার পাশে থাকা স্কুলছাত্র রামিম ঘটনাস্থলেই মারা যায়। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ ফারুক আহম্মেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন কাজের অনুমতি দেওয়া হয়েছে।