ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে দারুণ খেলা বাংলাদেশের ভাগ্যে কি এমন কিছুই ছিল? অনেকেই হয়তো তা ভেবে দেখেননি। কিন্তু টাইগার ব্যাটসম্যানরা ক্রিজে নেমে লড়াই করতে পারেননি সেভাবে। তাইতো শঙ্কা জেগেছে বড় ভাবে। যদিও শেষ লড়াইটা চালাচ্ছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান।
তৃতীয় সেশনে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০৯ রান। ইনিংস হার এড়াতে মুমিনুল হকের দলের দরকার ১৮৬ রান। ফল-অনে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম। ৪৮ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
আরেক ওপেনার নাঈম শেখ অবশ্য এদিন খেলছিলেন বেশ দারুণ। অফ স্টাম্পের বাইরে থাকা বল ছাড়ছিলেন তিনি। কিন্তু হুট করেই খেই হারান। খোঁচা দিয়ে আউট হন সাউথির বলে। দুর্দান্ত ক্যাচ নেন টম ল্যাথাম। ৯৮ বলে ২৪ রান করেন নাঈম।
এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকও আশা দেখিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ৩৬ বলে ২৯ রান করে শান্ত ও ৬৩ বলে ৩৭ রান করেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন ৭০ বলে ৫৬ ও ৪২ বলে ২৯ রান করে অপরাজিত আছেন সোহান।