বাঙালিকে তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে দেননি যারা, সন্জীদা খাতুন তাদেরই একজন। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কৃতজনদের নিয়ে আয়োজন করেছিলেন কবিগুরুর জন্মশতবর্ষ উদযাপনের। নতুন দেশ পাওয়ার পর তার সাংস্কৃতিক পথরেখা নির্ধারণে নিজের জীবন উৎসর্গ করেছেন। যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজও। সংস্কৃতিসাধক সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার গান লিখেছেন জনপ্রিয় প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘তুমি দাঁড়াও আমার পাশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদর্শনা অলকানন্দা কুন্ডু। সংগীতায়োজন করেছেন সৌর। সম্প্রতি ইউটিউবে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান মিথুন।