কুমিল্লার লাকসাম উপজেলা সদরের পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষায় স্কুলের আটজন শিক্ষকের সবার রিপোর্টই পজেটিভ আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানি সাহা জানান, দুদিন ধরে তার শরীর খারাপ লাগছিল। তাই তিনি ও তার স্বামী করোনা পরীক্ষা করান। দুজনের রিপোর্টই পজেটিভ আসে। বিষয়টি অন্য শিক্ষকদের জানালে মঙ্গলবার তারাও নমুনা পরীক্ষা করান।
স্কুলের সব শিক্ষকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী স্কুল বন্ধ রাখা হয়েছে।