বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন উশু ফেডারেশনের সাংগঠনিক কমিটির সহসম্পাদক লায়ন খন্দকার মো. সেলিম। মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর স্বাক্ষর করা এক চিঠিতে সেলিমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। সেলিম বলেন, ‘আমি ক্রীড়াঙ্গনের মানুষ। উশু ডিসিপ্লিনকে এগিয়ে নিতে কাজ করছি। ক্রীড়ার পাশাপাশি ধর্মবিষয়ক উপকমিটির হিসেবেই দেশের জন্য কাজ করতে চাই।’