টাকা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার খালেককে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রাজমিস্ত্রি আনারুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে আদালতে এ জবানবন্দি দিয়েছেন তিনি। গাজীপুরের কাশিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পে
বাড়ি নির্মাণ তদারকি করছিলেন অধ্যাপক সাইদা। ১১ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। পরে তার বাড়ির নির্মাণ শ্রমিক আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে তিন দিন পর প্রকল্প এলাকার ভেতর থেকে অধ্যাপকের মরদেহ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনার রহস্য উন্মোচনে অভিযুক্ত নির্মাণ শ্রমিককে তিন দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে গাজীপুর মেট্রোপলিটন আদালতের বিচারক মো. নিয়াজ মাখদুমের আদালতে হত্যার বর্ণনা দেন আনারুল।