advertisement
advertisement
advertisement.

বাগেরহাট
ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১১:৩১ পিএম
advertisement..

মোরেলগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক ননী গোপাল হালদারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে যৌন হয়রানির অভিযোগ এনে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ননী বটতলা এলাকার বাসিন্দা। তিনি বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

advertisement

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগ থেকে জানা যায়, তার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার তার মেয়েকে শ্লীলতাহানি করে। শুধু এ শিক্ষার্থী নয়, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই আচরণ করেছেন তিনি এমন অভিযোগ করেন তিনি।

এর আগে ১১ জানুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একই ধরনের অভিযোগ করেছিলেন।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।