সাভারে পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে সাভারের রাজালেকের বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহিমা ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার প্রধান আসামি আল-আমিনের স্ত্রী। এর আগে আল-আমিনকেও একই ধরনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, ঘর দেওয়ার কথা বলে নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রহিমা ও তার স্বামী। পরে ঘর কিংবা টাকা ফেরত দেয়নি তারা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। এ মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।