advertisement
advertisement
advertisement.

রাবির ক্লাস অনলাইনে, খোলা থাকবে হল

রাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২ ০৬:৪৬ পিএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১০:০৩ পিএম
শুক্রবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে- ছবি : আমাদের সময়
advertisement..

চলমান করোন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে এবং অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

আজ শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

advertisement

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা বলেন, ‘আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা দিতে চাই।’