ইনজুরির কারণে দীর্ঘ তিন মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর স্বাধীনতা কাপের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও নামের উপর খুব একটা সুবিচার করতে পারেননি তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে নিজের প্রথম ম্যাচেই দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন দেশ সেরা এই ওপেনার।
আজ শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেছেন তামিম। মিনিস্টার ঢাকার হয়ে নিজের প্রথম ম্যাচে সাত চারে ৫০ রানের দাপুটে এক ইনিংস খেলেন তিনি।
টসে হেরে ব্যাট করতে এসে শুরু থেকে খুলনার বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালান তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। এই দুই যুগলের জুটিতে ৬৯ রানের শুভ সূচনা পায় ঢাকা। ৪২ রানে শেহজাদ ফিরলেও একপাশে রান তুলতে থাকেন তামিম। ফরহাদ রেজার এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলে নিজের প্রয়োজনীয়তার জানান দেন এই ওপেনার।
১৩তম ওভারের পঞ্চম বলে ফরহাদ রেজাকে লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৪১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তামিম। তবে ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি এই ওপেনার। পরের ওভারে কামরুল হাসান রাব্বির বলে নাবিন উল হকের তালুবন্দিতে সাজঘরে ফেরেন তিনি।