ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছে পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮ টায় লিসবনের মার্তিম মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত। এ জামাতে অংশ নেন বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা।
এবারের ঈদ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদ লিসবনের খতিব মাওলানা আবু সাঈদ।
এদিকে, পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান ঈদ জামাতে অংশ নিয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
লিসবন ছাড়াও বন্দর নগরী পোর্তো ও আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।