ইউক্রেনের বুচা শহরে গণহত্যার ঘটনায় ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে প্রায় ২৬০০ রাশিয়ান ও বেলারুশিয়ান সামরিক কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর ২ হাজার ৫৯৬ সদস্য এবং বেলারুশের ১৩ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, 'রুশ সামরিক অভিযানে বুচায় যারা সাধারণ নাগরিকের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন, রুশ সেনারা বুচা ছেড়ে যাওয়ার পর শত শত বেসামরিক নাগরিকের লাশ পাওয়া গেছে শহরের রাস্তায়। তবে রুশ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।