ইংল্যান্ড জাতীয় টেস্ট দলের প্রধান কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আজ বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে তাঁকে বেন স্টোকদের গুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ তথ্য নিশ্চিত ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
ম্যাককালাম বর্তমানে আইপিলের দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে আছেন। ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ায় চলতি মৌসুমেই আইপিএলে শেষে হচ্ছে তার কোচিং ক্যারিয়ার।
ম্যাককালাম নিউজিল্যান্ডের হয়ে ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত ১০১টি টেস্ট খেলেছেন। ৩৮.৩৪ গড়ে প্রায় সাড়ে ৬ হাজার রান করেছেন ম্যাককালাম। তিনি একমাত্র কিউই, যিনি জাতীয় দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন।