ভারতে দিল্লির একটি ভবনে আগুন লেগে অন্তত ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের বহুতল ভবটিতে আগুন লাগে। চারতলা ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ভবনটি থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবন থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও একটি তলায় তল্লাশি চালানো বাকি রয়েছে।