ভোলায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মাইশা (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত মাইশার ভাই জুবায়ের আহতে হয়েছে।
নিহত মাইশা (৮) ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। আহত জুবায়ের তার আপন ভাই।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের দিকে ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মাইশা নিহত ও তার ভাই আহত হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিদ্দিকুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিচালককে আটক ও ট্রলিটি জব্দ করা হয়েছে।