advertisement
advertisement
advertisement.

লড়াই জমিয়ে তুলল ইন্টার

ক্রীড়া ডেস্ক
১৭ মে ২০২২ ১২:০০ এএম | আপডেট: ১৬ মে ২০২২ ১০:১৪ পিএম
advertisement..

লটারো মার্টিনেজের দুই গোলে রবিবার কালিয়ারিকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মিলান। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একইদিন আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। দুই মিলানের এই জয়ে সিরি-এ লিগের শিরোপা নিষ্পত্তিতে শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালিয়ারির মাঠে মাত্তিয়া ডারমেইন্স ও মার্টিনেজের দুই অর্ধের দুই গোলে ২-০ গোলের লিড নিয়েছিল সিমোনে ইনজাগির দল। ৫৪ মিনিটে চারালামপোস লিকোগিয়ানিসের গোলে এক গোল পরিশোধ করে কালিয়ারি, আর তখনই ইন্টার শিবিরে দুশ্চিন্তা দেখা দেয়। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে মার্টিনেজের দ্বিতীয় গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার পুরনো প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে ইতালিয়ান কাপ জয়ের পর স্বাভাবিকভাবেই সিমোনে ইনজাগির শিষ্যরা কিছুটা হলেও গতকাল পরিশ্রান্ত ছিল; কিন্তু শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটেনি। এই পরাজয়ে রেলিগেশন জোনের বাইরে থাকা সালেরনিতানার থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের ১৮তম স্থানেই থাকল কালিয়ারি। ডারমিয়ানের গোলে এগিয়ে যাওয়ার পর মিলান স্ক্রিনিয়ারের গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। বিরতির পর মার্টিনেজ অবশ্য আর কোনো ভুল করেননি। গ্রিক ডিফেন্ডার লিকোগিয়ানিসের গোলে অঘটনের স্বপ্নে বিভোর হয়ে ওঠে স্বাগতিক কালিয়ারি। তবে ম্যাচ শেষের ছয় মিনিট আগে মার্টিনেজ ইন্টার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন। লিগের শেষ ম্যাচে সাম্পদোরিয়ার মোকাবিলা করবে ইন্টার।

advertisement

কালিয়ারির পরাজয়ে রেলিগেশন থেকে নিজেদের রক্ষা করে ফেলেছে ১৬তম স্থানে থাকা সাম্পদোরিয়া। অন্যদিকে ২০১১ সালের পর প্রথমবারের মতো সিরি-এ লিগের শিরোপা নিশ্চিতে শেষ ম্যাচে সাসুলা সফরে যাবে মিলান। ম্যাচটিতে ড্র করতে পারলেই মিলানের শিরোপা নিশ্চিত হবে। স্টিফানো পিওলির এসি মিলান দল এবারের মৌসুমে মিলান ডার্বির দুই ম্যাচেই জয়ী হয়েছে। এর অর্থ হচ্ছে- মিলানের দুটি দল যদি সমান পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে, তবে এসি মিলানই এবারের লিগ শিরোপা অর্জন করবে।