রেলিগেশনের শঙ্কা এড়ানোর ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে সমান তালে পাল্লা দিয়ে ১-১ গোলে ড্র করেছে কাদিচ। জিততে না পারলেও লা লিগা চ্যাম্পিয়নদের সাথে চোখে চোখ রেখে পুরো সময়জুড়ে লড়াই করে গেছে স্বাগতিকরা।
গেতাফের বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি চিরচেনা বার্সেলোনাকে (০-০)। ম্যাচজুড়ে নিজেদের হারিয়ে খোঁজা দলটির বিবর্ণতার সুযোগ কাজে লাগিয়ে দাপুটে ফুটবল খেলেছে কুইক সানচেজ ফ্লোরেসের দল। এর পরও কাক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের অন্যদের সুযোগ করে দিতে এই ম্যাচে ছিলেন না করিম বেনজামা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচদের মতো তারকারা। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।