‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা। নিজের ইনস্টাগ্রামে আহত হওয়ার দৃশ্যের একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। এতে দেখা যায়, প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে একটি গ্লাসের সঙ্গে সিদ্ধার্থের ধাক্কা লাগে। কয়েক জায়গায় কেটে গিয়ে রক্তক্ষরণও হয়।