আগামী ২০ মে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি ‘পাপ পুণ্য’। এতে অভিনয় করেছেন সময়ের সফল দুই নায়ক চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। ছবি মুক্তি উপলক্ষে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এসময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, সুমিসহ সংশ্লিষ্টরা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। অন্যদিকে দেশের ৮টি প্রেক্ষাগৃহ এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে, ২০ মে পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে।