মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে জান্তা সরকারের দায়ের করা সব মামলার কার্যক্রম এখন থেকে কারাগারে চলবে। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই সংক্রান্ত আইনি কার্যক্রম আদালত কক্ষ থেকে কারাগারে স্থান্তান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সেনা সরকার। গতকাল বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স।
সু চির বিরুদ্ধে অন্তত ২০ মামলা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, নেইপিদোর কারাগারে নতুন একটি বিশেষ আদালতে মামলাগুলো শুনানির জন্য স্থানান্তর করা হবে।
ূত্রটি আরও জানিয়েছে, আদালত বসানোর জন্য নতুন একটি ভবন প্রস্তুত হয়েছে। কিন্তু এ নিয়ে সামরিক সরকার কোনো মন্তব্য করেনি।