বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বলেছেন, পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার উপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিল। পদ্মা সেতু আমাদের সাহসীকতার একটি উদাহরণ। বাংলাদেশে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম পুলিশভিত্তিক বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এর আগে পুলিশপ্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশু গ্যালারি পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি উদ্বোধন করেন পুলিশ নারী ব্যারাক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের। পরে দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফরসহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ষ