কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে কিশোরীর কথিত প্রেমিক আবু দারদাহ বাপ্পী (২৫) ও তার সহযোগী হৃদয়কে (২৮)। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বাপ্পী ও হৃদয়ের বিরুদ্ধে।
মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার আবু দারদাহ বাপ্পী বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে বসুরহাটে তার একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে বাপ্পীর বন্ধু হৃদয়ও ধর্ষণ করে ওই কিশোরীকে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।