নেত্রকোনায় স্ত্রী ঝুমা রানী দাসকে হত্যার দায়ে স্বামী বীরবল চৌহানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এ রায় দেন। বীরবল সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার রাম সিংহ চৌহানের ছেলে এবং জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা বীরবল চৌহানের সঙ্গে বেশ কিছুদিন ধরে স্ত্রী ঝুমা রানী দাসের পারিবারিক কলহ চলছিল। এরই জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে বীরবল চৌহান তার ঝালমুড়ির দোকানের পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে এলোপাতারি আঘাত করে। এতে করে ঝুমা রানী দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় এলাকাবাসী বীরবল চৌহানকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় ওইদিনই নিহত ঝুমার মা হেনা রানী দাস বাদী হয়ে বীরবল চৌহানের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় হত্যামামলা দায়ের করেন।