উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবিলায় আপ্রাণ কাজ করে যাচ্ছে সরকার। অনেকে ব্যক্তিগতভাবেও নানা উদ্যোগ নিয়ে সিলেটসহ বানভাসি এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এবার ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম সিলেটে রয়েছে বর্তমানে। কোনো পূর্বঘোষণা ছাড়াই তারা ত্রাণ নিয়ে গেছেন। গোয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ারকান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি অসহায়দের দিয়েছেন নগদ টাকাও। রিয়াজ বলেন, ‘হযরত শাহজালাল-শাহপরানের স্পর্শ মাখা পুণ্যভূমি সিলেটে শিল্পী সমিতির পক্ষ থেকে বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান।’ নিপুণ বলেন, ‘সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব বলে আশা করছি।’ সাইমন বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই আসলে। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।’