গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২০ আগস্ট এফডিসিতে এটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ২১ মে। কিন্তু নির্বাচন স্থগিত হয়েছে কিছু জটিলতায়।