ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। মঙ্গল ও বুধবারের হামলায় অন্তত ২৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ। খবর আল-জাজিরার।
তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক লোকদের ওপর গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। এটি প্রমাণ করে যে আমরা চেরনিহিভ বা কিয়েভের মতো একই পরিস্থিতি আশা করতে পারি না।
ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ একটি ভিডিও ভাষণে বলেন, জনসাধারণকে আতঙ্কিত করতে এবং ইউক্রেনকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে খারকিভে আঘাত করছে রুশ বাহিনী।