advertisementsp
advertisement
advertisement.

বাংলাদেশকে টপকে শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২২ ১২:৪৮ পিএম | আপডেট: ২৩ জুন ২০২২ ১২:৫০ পিএম
ইংল্যান্ডের জয়। ছবি : সংগৃহীত
advertisement..

নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মরক্ষার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সিরিজের ডাচকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল দলটি। এরই ফলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশকে টপকে শীর্ষে উঠল ইংলিশরা।

বুধবার আমস্টিলভিনে প্রথমে ব্যাট করা নেদারল্যান্ডস ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে। জবাবে জেসন রয়ের অপরাজিত সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ও ১১৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

advertisement

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রয়ের ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে সহজ জয় পায় ইংল্যান্ড। ৮৬ বলে ১৫টি চারে এই সংগ্রহ পান তিনি। তবে বেশ বিধ্বংসী ছিলেন জস বাটলার। তিনি ৬৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৯ রান করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাক্স ও’ডোড (৫০), বাস ডি লিড (৫৬) ও অধিনায়ক স্কট এওয়ার্ডসের (৬৪) ফিফটিতে আড়াইশর মতো সংগ্রহ পায় ডাচরা।

ইংলিশ বোলারদের মধ্যে ডেভিড উইলি ৪টি উইকেট পান। ব্রাইডন ক্রেস ২টি উইকেট দখল করেন।

ম্যাচ সেরা হন জেসন রয়। আর সিরিজ সেরা জস বাটলার।

১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ইংল্যান্ড। সমান ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বাংলাদেশ।