ইনজুরি-চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের উইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ফেরার কথা ছিল। তবে পিঠের পুরোনো চোটে যাওয়া হচ্ছে না এই অলরাউন্ডারের।
অনুশীলনে বোলিং করার সময় ব্যথা অনুভব করায় সাইফউদ্দিনকে ‘আনফিট’ ঘোষণা করে বিসিবির মেডিক্যাল বিভাগ।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন। পরে ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছিলেন। যেখানে আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেট ও ২৭০ রান করেন।
ক্যারিবীয় সফরে সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটারদের যাওয়ার কথা আগামীকাল সন্ধ্যায়। সেই দলে সাইফউদ্দিন থাকলেও তার আর যাওয়া হচ্ছে না।