যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় লগান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেশন এভিয়েশন প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বুধবার বিকেল ৫টার দিকে ইউএইচ-ওয়ান বি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।
লগান কাউন্টির জরুরি বিভাগের উপ-পরিচালক সোনিয়া পোর্টার বলেন, হুই নামের হেলিকপ্টারটি একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে।
লগানের অ্যাম্বুলেন্স অথরিটির অপারেশন প্রধান রে ব্রায়ান্ট বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় লগান কাউন্টির ওপর দিয়ে হেলিকপ্টার ওঠা-নামা করত। এটা পর্যটকদের বিনোদনের জন্য ব্যবহার করা হতো।
ভার্জিনিয়ার গর্ভনর জিম জাস্টিস এক টুইট বার্তায় নিহতের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’