অন্তর্বাস রাখা ড্রয়ার হাতড়াচ্ছেন সহকর্মীরা। পদোন্নতির জন্য বস বিছানায় পেতে চাচ্ছেন। অসম্মতিতে নগ্ন ছবি তুলছেন। বাজে কথা বলছেন। যৌন হয়রানি করছেন। এসব আচরণের মুখোমুখি অস্ট্রেলিয়ার নারী খনি শ্রমিকরা। সংসদীয় এক তদন্ত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বিবিসি বলছে, দেশটির বড় বড় খনিতে যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। প্রতিবেদনটি বৃহস্পতিবার দাখিল করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের হয়রানির ব্যাপারে নারীরা অভিযোগ তুললেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে বলে মনে হয় না। অস্ট্রেলিয়ার সবচেয়ে বণিক খনি প্রতিষ্ঠান হলো বিএইচপি ও রিও টিনটো। এরা পিলবারা এলাকায় খনিকার্য পরিচালনা করছে।
তারা লোহা, কপার ও অন্যান্য খনিজ উত্তোলন করে থাকে। এ কাজে মজুর হিসেবে হাজার হাজার শ্রমিক সেখানে গিয়ে তাঁবু খাটিয়ে মজুরি খাটে।
এক বছর আগে এসব খনিতে যৌন হয়রানির বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছিল। সরকারের তরফ থেকে শতাধিক অভিযোগ তদন্ত করা হয়েছে।
বিএইচপি ও রিও টিনটো স্বীকার করেছে, তাদের প্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সংকট সমাধানে তারা কাজ করবে বলে জবাবদিহি করেছে।