দক্ষিণী সিনেমা বনাম বলিউড সিনেমা- এ নিয়ে দীর্ঘদিন ধরেই কাদা-ছোড়াছুড়ি চলছে। চলতি বছর ‘আরআআর’, ‘কেজিএফ ২’-এর মতো দক্ষিণী ছবি সুপারহিট হওয়া এবং ‘মিডওয়ে ৩৪’সহ বেশ কয়েকটি হিন্দি ছবির ভরাডুবির পর এই বিতর্ক নতুন মাত্রা পায়। পক্ষে-বিপক্ষে মুখ খোলেন মহেশ বাবু থেকে অজয় দেবগনরা। এবার সেই দলে যোগ দিলেন অদিতি রাও হায়দারি। বিষয়টি নিয়ে তিনি রীতিমতো বিরক্ত বলেও জানান। অদিতি বলেন, ‘আমরা সবাই ভারতীয় চলচ্চিত্রের জগতে কাজ করি। আঞ্চলিক, দক্ষিণী ছবি- এই শব্দগুলোর প্রয়োগ বন্ধ করা উচিত। একজন ভারতীয় হিসেবে আমাদের পরিচয় লুকিয়ে আছে ভিন্ন সংস্কৃতি, ভাষা, ইতিহাসসহ আরও বিভিন্ন বিষয়ের মধ্যে। ভারতীয় সিনেমার এক সুন্দর যাত্রা শুরু হয়েছে। তাই এই বচসা বন্ধ করা উচিত।’
অদিতির আশা- বিভেদ ভুলে সবাই ভারতীয় ছবি এগিয়ে নিতে কাজ করবেন, ‘আশা করি, ইন্ডাস্ট্রির সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। বিশ্বের দরবারে আমরা নিজেদের কাহিনি তুলে ধরব। এমন কাহিনি বলব, যাতে সমগ্র দুনিয়ার নজর থাকবে আমাদের দিকে। সুন্দর, সুস্থ পরিবেশ গড়ে উঠলে প্রতিভাবান নির্মাতারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ আরও পাবেন। সহজে নিজের মনের মতো ছবি বানাতে পারবেন। এ জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। শুধু চোখ-কান খোলা রাখলেই হবে। আমরা যা, তাই নিয়ে গর্ব করা উচিত।’