advertisement
advertisement
advertisement.

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২২ ০৮:৫৯ এএম | আপডেট: ২৪ জুন ২০২২ ১১:২৯ এএম
পদ্মা সেতু। পুরোনো ছবি
advertisement..

পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না। এসব নিষেধাজ্ঞাসহ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনার কথা গতকাল বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হওয়া যাবে।

advertisement

পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না, গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না, সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।