advertisement
advertisement
advertisement.

সেলুলয়েডে আসছে ‘ঈশা খাঁ’

বিনোদন সময় প্রতিবেদক
২৮ জুন ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২২ ১০:২৫ পিএম
advertisement..

বাংলার ইতিহাসে প্রসিদ্ধ একটি নাম ঈশা খাঁ। তাকে নিয়ে এবার নির্মাণ হতে যাচ্ছে ঐতিহাসিক চলচ্চিত্র। নাম ‘ঈশা খাঁ’। নির্মাণ করছেন গুণী ও মেধাবী চলচিত্র নির্মাতা ডায়েল রহমান। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন ডি এ তায়েব। ইতোমধ্যে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। সম্প্রতি শেষ হয়েছে প্রথম লটের চিত্রায়ণ। প্রস্তুতি চলছে দ্বিতীয় লটের চিত্রায়ণের। আফতাবনগর, টাঙ্গাইল ও গাজীপুরে হবে এই সিনেমার বিভিন্ন দৃশ্যের চিত্রায়ণগুলো।

advertisement

বিশাল বাজেটের এই ঐতিহাসিক সিনেমাটি ঈদের পর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।