জগন্নাথ বিশ^বিদ্যালয়ে (জবি) আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় থেকে উত্তরণের বিভিন্ন পন্থা অবলম্বনের দিকনির্দেশনা দেওয়া হয়। গতকাল সোমবার বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে এ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।
এতে অংশ নেন জবি উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইমদাদুল হক বলেন, আমরা চাই না আর কোনো শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিক। তাই শিক্ষার্থীদের মানসিকভাবে যে কোনো সহযোগিতার জন্য কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঁচল ফাউন্ডেশনের চ্যাপ্টার কো-অর্ডিনেটর আফরোজা জাহান তাজিন বলেন, পোস্টট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) আক্রান্তে অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সচেতনতার জন্যই আমাদের এ প্রচার।