মৌসুম শুরুর আগে প্রতিবারই ঘটা করে ইয়হান গাম্পের ট্রফি আয়োজন করে থাকে বার্সেলোনা। এক ম্যাচের এই টুর্নামেন্টে এবার কাতালানরা আমন্ত্রণ জানিয়েছিল ইতালিয়ান ক্লাব রোমাকে। তবে হুট করে কোনো কারণ ছাড়াই আসরটি থেকে সরে যাওয়ায় হোসে মরিনহোর দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাচ্ছে বার্সা।
আগামী ৬ জুলাই ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ম্যাচের মাত্র ১২ দিন আগে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে রোমা কর্তৃপক্ষ।
সরে যাওয়ার ব্যাপারে সিরিআর দলটি অবশ্য জানিয়েছে, প্রাক মৌসুমে ভ্রমণ ক্লান্তি দূর করতে তারা এই আসরে খেলবে না।
এ নিয়ে বার্সা তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রয়োজনে রোমার বিরুদ্ধে মামলা করা হবে। আর নতুন প্রতিপক্ষ খুঁজছে দলটি।
বিবৃতিতে বলা হয়, এফসি বার্সেলোনা জানাচ্ছে রোমা কোনো কারণ ছাড়াই চুক্তি থেকে সরে গেল। আমরা এ বছরের সংস্করণের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজছি। ক্লাবের আইনি বিভাগ ক্ষতিপূরণ হিসেবে কি করা যায় তার আইনি ব্যবস্থা নেবে।