সিলেটে স্মরণকালের বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগালে অবস্থিত প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট জেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদে বানভাসি প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেছে সংগঠনটি। ত্রানসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু ও লবন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আসক ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শ্রীপুর পাথর কোয়ারির সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, সোহেল আহমেদসহ আরও অনেকে।