ঢাকায় দূতাবাস কিংবা একটি কনস্যুলার সেবা সেন্টার খোলার লক্ষ্যে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ড. এ কে আব্দুল মোমেন। সব ধরনের ভিসা জটিলতা নিরসনের লক্ষ্যে শুক্রবার বিকেলে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেজ ক্রাবিনহোর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব রাখেন ড. মোমেন।
বৈঠকে বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সমুদ্র অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, ঢাকায় দূতাবাস কিংবা কনস্যুলেট সেবা স্থাপন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়।
পর্তুগাল পররাষ্ট্রমন্ত্রী পরামর্শগুলো মনোযোগ সহকারে শোনেন এবং পরবর্তী সময়ে বিষয়গুলো নিয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি বাংলাদেশি প্রবাসীদের কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, বাংলাদেশি অভিবাসীরা আমাদের অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূত তারিক আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র সম্পর্কিত ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) খুরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।