ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গরু বোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে কলিমাঝি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারীর দিক থেকে গরু বোঝাই ট্রাকটি ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলো। দ্রুতগামী ট্রাকটি কলিমাঝির শামসুল হকের ইটভাটার কাছে পেছন থেকে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) ও তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।