advertisement
advertisement
advertisement.

কেএসআরএম কারখানায় দগ্ধ হয়ে ক্রেনচালকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
৩০ জুলাই ২০২২ ১১:০৭ পিএম | আপডেট: ৩০ জুলাই ২০২২ ১১:০৭ পিএম
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া কেএসআরএম কারখানার শ্রমিক মো. মহিউদ্দিন। ছবি: সংগৃহীত
advertisement..

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডে কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মো. মহিউদ্দিন (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। লোহার রড তৈরির চুল্লির ফার্নেস বিস্ফোরিত হয়ে আজ শনিবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

মহিউদ্দিন ওই কারখানায় ক্রেন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ মসজিদ্দা ধোয়া পুকুরপাড় এলাকার জহুরুল আলমের ছেলে।

advertisement

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান আমাদের সময়কে জানান, ফার্নেস বিস্ফোরণের আগুনে দদ্ধ হয়ে এক ক্রেনচালক নিহত হয়েছে। লোহা ওঠানো-নামানোর কাজ করতেন মহিউদ্দিন। ফার্নেস বিস্ফোরিত হয়ে ছিটকে তার গায়ে পড়লে দদ্ধ হয়ে তিনি মারা যান।

কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, কেএসআরএম রড কারখানায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান তারা। ফার্নেস বিস্ফোরিত হয়ে কারখানার লোড-আনলোড ক্রেনের চালক মারা গেছেন। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিমের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না।