advertisement
advertisement
advertisement.

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া প্রতিনিধি
২ আগস্ট ২০২২ ০৬:২৫ পিএম | আপডেট: ২ আগস্ট ২০২২ ০৬:২৫ পিএম
প্রতীকী ছবি
advertisement..

কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

গতকাল সোমবার রাতে উখিয়ার মধুরছড়া ৪ নাম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

advertisement

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আলম ক্যাম্পের একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন তিনি। পরে গতকাল তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।