advertisement
advertisement
advertisement.

ছেলের সিনেমা দেখে কাঁদলেন মা

বিনোদন প্রতিবেদক
৩ আগস্ট ২০২২ ০১:০৮ পিএম | আপডেট: ৩ আগস্ট ২০২২ ০৪:২৩ পিএম
ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন মা। ছবি : ভিডিও থেকে নেওয়া
advertisement..

মাত্র ১১টি সিনেমা হল দিয়ে গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফির ‘পরাণ’। যা এখন দর্শক চাহিদায় চলছে ৫৫টি হলে। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। সম্প্রতি মহাখালীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে মাকে নিয়ে ‘পরাণ’ দেখতে গিয়েছিলেন শরীফুল রাজ।

সিনেমা দেখে আবেগ সামলাতে পারেননি মা। ছেলের অভিনয় দেখে হলভর্তি দর্শকের সামনে তাকে জড়িয়ে ধরে কাঁদেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে সেই ভিডিও ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল আম্মা পরাণ দেখতে সিনেপ্লেক্সের মহাখালী ব্রাঞ্চে ছিল। আমার জীবনের মহানায়ক আমার মা।’

advertisement

২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় রাজের। পরের বছর তানিম রহমানের ‘ন ডরাই’ দিয়ে সবার মন জয় করে নেন এই অভিনেতা। আর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে বন্ধুত্ব ও প্রেম হয় পরীমনির। এরপর বিয়ে, এখন এই তারকা দম্পতি অপেক্ষায় আছেন নতুন অতিথির।

বর্তমানে শরীফুল রাজের দুটি সিনেমা দাঁপিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে ‘পরাণ’ আর অন্যটি হচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।