জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
এর আগে জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাড়ায় তারুণ্যনির্ভর বাংলাদেশ টি-টোয়েন্টি স্কয়াড। শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।