ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনালে গিয়ে পারল না বাংলাদেশ। গতকাল উত্তেজনায় ঠাসা ফাইনালে শেষ পর্যন্ত স্বাগতিক ভারতের বিপক্ষে পেরে ওঠেননি যুবারা। ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গিয়েই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ভারতের কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ। এ টুর্নামেন্টের ফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য অর্জনের পর শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নেমে হতাশ হলেন যুবারা। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি প্রথম মিনিট থেকেই জমে ওঠে। খেলা শুরুর মিনিটেই গোল পায় স্বাগতিক ভারত। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরপরই বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ। ২৫ সেকেন্ডেই পেনাল্টির সুযোগ পেয়ে যায় ভারত। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গুরকিরাত সিং। আচমকা এই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে সফল হয় তারা। ৪৪ মিনিটে রফিকুলের পাস থেকে বল পেয়ে বল কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দেন রাজন হাওলাদার। বাংলাদেশ ১-১ সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও একটি গোল পায় বাংলাদেশের যুব দল। ৪৮ মিনিটে দৃষ্টিনন্দন একটি গোল উপহার দেন শাহিন। ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৯ মিনিটে গুরকিরাত সিংয়ের গোলে ম্যাচে ২-২ সমতায় ফেরে ভারত। এরপর দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। দুদলই গোলের সুযোগ তৈরি করে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে আর গোল পায়নি দুদলের কেউই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলা শুরুর তিন মিনিটের মধ্যে দুটি গোল করে ভারত। হ্যাটট্রিক পূর্ণ করেন গুরকিরাত সিং। এর আগে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে পারল না তারা। অপরাজেয় থেকে টুর্নামেন্টে ফাইনালে ওঠে বাংলাদেশ যুব দল। ভারত ছাড়াও গ্রুপ পর্বে শ্রীলংকা ও মালদ্বীপকে হারিয়েছিল তারা। ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে পারেননি শাহীদুল ইসলাম। আগের ম্যাচে লালকার্ড দেখেছিলেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়ানো মিরাজুল ইসলামকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ।
তারপরও দারুণ লড়াই করে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা।