ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার নন্দনে চলছে চার দিনব্যাপী সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে দক্ষিণ এশিয়ার দেশ থেকে অংশগ্রহণ করেছে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকা। বাংলাদেশ হতে কিছু সিনেমা প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরিতে সিলেকশন পেয়েছে; যার মধ্যে অন্যতম নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে অনুপ্রাণিত হয়ে নির্মিত জীবন শাহাদাৎ-এর চলচ্চিত্র ‘ছাদবাগান’। আজ সমাপনী দিনে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় ৫টা) এটি দেখানো হবে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন উদয় হাকিম। সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কান্ট্রি ফোকাস বাংলাদেশ। কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ‘দুই দেশের এই বন্ধন অটুট থাকুক এটাই কাম্য। আর চলচ্চিত্র হোক মূল সেতুবন্ধন।’ নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘যুদ্ধাংদেহী মনোভাব দূর করে পৃথিবীতে শান্তির বার্তা আনতে পারে একমাত্র চলচ্চিত্রই। এ উৎসবের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেই আমার বিশ^াস।’