ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে ভুলে যাওয়া বাংলাদেশ এবার তেতো স্বাদ পেল। সিরিজের প্রথম ম্যাচে ৩শ’র বেশি রান করেও ৫ উইকেটে হেরেছে তামিম ইকবালের দল। তবে ম্যাচে দলীয় সংগ্রহ কিছু কম হওয়ায় ও বাজে ফিল্ডিংকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক।
শুক্রবার হারারেতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করে। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
তামিম ম্যাচ শেষে বলেন, 'আমার মনে হয় না আমরা যথেষ্ট রান করেছি। আমাদের একটু বেশি করা উচিত ছিল, ১৫-২০ রান কম করেছি। আমরা জানতাম, প্রথম ১০-১৫ ওভার টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে। আমরা নিয়মিত ক্যাচ ফেলি, একদিন না একদিন এর মূল্য চোকাতেই হতো। আজ হলো সেই দিন। আমার মনে হচ্ছে, লিটন দাস এই সিরিজে আর খেলতে পারবে না। বাকিদের ব্যাপারটা আরও জানতে হবে।'