একদিকে বিয়েতে রাজি নয় প্রেমিক। অন্যদিকে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি পরিবারের। সমাধান না পেয়ে ঘুমের ওষুধকেই বেছে নিলেন কলেজছাত্রী। গতকাল শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের পূর্ব সিন্দুনা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মারুফ হাসান মীরুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলিমুদ্দিন সরকারি কলেজের এক শিক্ষার্থীর।
ওই শিক্ষার্থী জানান, মীরুর সঙ্গে প্রেমের বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। তখন প্রেমিক মীরুকে বিয়ের কথা বললে তিনি রাজি হননি। ক্ষোভে-অভিমানে গতকাল বিকেলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে পরিবারের সদস্যরা তাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।
এদিকে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রেমিক মীরুর বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’