advertisement
advertisement
advertisement.

রাসূল (সা.)-এর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?

ধর্ম ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫২ পিএম
প্রতীকী ছবি
advertisement..

মহানবী (সা.)-এর কাছে সাহাবীরা বিভিন্ন সময় ইসলামের নানা বিষয় জানতে চাইতেন। তাদের উত্তরে বিষয়গুলো বিস্তারিত বলতে তিনি। সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে—এমন প্রশ্নের উত্তরে রাসূল (সা.) যা বলেছিলেন:

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূললুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? তিনি বলেন, সবার চেয়ে যে বেশি আল্লাহভীরু। সাহাবীরা বলেন, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করছি না। তিনি বলেন, তাহলে আল্লাহর নবী ইউসুফ (আ.), যার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী এবং তার বাবা ইবরাহীম খলীলুল্লাহ (আ)। সাহাবীরা বলেন, আমরা এটাও জিজ্ঞেস করছি না। তখন রাসূল (সা.) বলেন, তাহলে তোমরা আরবের বিভিন্ন বংশের কথা জিজ্ঞেস করছ? (জেনে রাখ) জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে যারা ভালো ছিল তারাই ইসলামের যুগে ভালো, যদি তারা দীন-শরীয়াতের জ্ঞান লাভ করে। (বুখারী ও মুসলিম)

advertisement